<p>আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় অনেক সময় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সবাই সাংবাদিক হয়ে উঠছে, মতমোড়ল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। </p> <p>শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এসব কথা বলেন।</p> <p>আইন উপদেষ্টা বলেন, সাংবাদিকতায় দ্রুতগতি আসার কারণে অনেক অপতথ্য ছড়ায়। গণমাধ্যমগুলো সেনসেশন খোঁজে। দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় তথ্য যাচাই করা হয় না সঠিকভাবে। ফলে অনেক সময় অপতথ্য ছড়ায়।</p> <p>সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোর্গে কিরোগা। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংস্থাটির চেয়ারপারসন মনিরা খান।</p>