<p>ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব ঘোষিত রবিবারের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।</p> <p>শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি এ ঘোষণা দেন।</p> <p>রফিউর রাব্বি বলেন, ‘জেলা প্রশাসনের কার্যালয়ে বাসভাড়া কমানো নিয়ে সভা হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। বাস মালিকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’</p> <p>এর আগে এদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছেন। এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা করা হোক। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দিই। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সঙ্গে কথা বলেছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রবিবার নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731683562-9d14750628dca91091ad0fd0fb478ee6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রবিবার নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446995" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘এপ্রিলের পর ডিজেলের দাম ৩ পয়সা কমানো হয়েছে। আগে বাসগুলো শাপলা চত্বর হয়ে বাইতুল মোকাররম আসত। কিন্তু ফ্লাইওভার হওয়ার পর এটা আর করতে হয় না। তাই আমরা মাইলেজ আবার পরিমাপ করেছি। এখানে বাস মালিকদেরও লাভের বিষয় আছে। সর্বোপরি ৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারব না। সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে শহরের যে কোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করলাম। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।’ </p> <p>বাস মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারণ হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শিবুমার্কেট যেখান থেকেই হোক। </p> <p>কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিবহণ খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হন তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা জামায়াতের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731679109-ddabcb604addfb4c14e815e2e275e2f1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা জামায়াতের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446981" target="_blank"> </a></div> </div> <p>এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে টানা ৯ কর্মসূচির ঘোষণা দেয় যাত্রী অধিকার ফোরাম। বাসভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করে। পরে শুক্রবার পর্যন্ত দাবি না মানায় আগামী ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেয় যাত্রী ফোরাম।</p>