<p>স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন। এ মত দিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি। অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।</p> <p>শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731764928-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/16/1447325" target="_blank"> </a></div> </div> <p>নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। </p> <p>মতবিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। </p> <p>নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গোয়েন্দা বাহিনী যেসকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, গুরুতর অপরাধ। এগুলোর বিচার পাওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো এবং প্রস্তাব করব।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেষের শুরুটা ভালো হয়নি ইমরুলের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731764708-b7e44fb3bf2a465473b1c3cdadaa621f.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেষের শুরুটা ভালো হয়নি ইমরুলের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/16/1447323" target="_blank"> </a></div> </div> <p>সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন।</p> <p>নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’</p> <p>জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচনব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন।</p>