<p>বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে ওই মামলাটি করেন।</p> <p>মামলায় অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি, এমপির পিএস কোরবান আলী মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, পৌরসভার কাউন্সিলর শুভ ইমরানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরো ৫০-৬০জনকে আসামি করা হয়েছে।</p> <p>এদিকে মামলা দায়েরের পরপরই অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বগুড়ায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ঘেরাও ভাঙচুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731612492-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বগুড়ায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ঘেরাও ভাঙচুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446788" target="_blank"> </a></div> </div> <p>মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। ওই বছরের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন তিনি। এক পর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে পৌঁছালে মামলায় অভিযুক্তরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। সেই সঙ্গে ধারালো রামদা দিয়ে একটি জিপ গাড়ি ও দুটি মাইক্রোবাস কুপিয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে ছয়টি মোটরসাইকেলেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবেন না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731615092-eda8f1cf1719fe348108ba23121ed814.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবেন না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/11/15/1446801" target="_blank"> </a></div> </div> <p>শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকৃতপক্ষে যারা ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে এরই মধ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।</p>