<p style="text-align:justify">বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক সরকার বলেছেন ১৫ বছর পর আওয়ামী লীগের দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্টরা পালিয়ে গেছেন। ফলে দেশের জনগণ ফিরে পেয়েছে বাক স্বাধীনতা। শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">শহরের হামছায়াপুরস্থ সংগঠনের কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির শিল্পপতি আলহাজ দবিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান মাওলানা আব্দুল হক সরকার।</p> <p style="text-align:justify">তিনি বলেন, বর্তমানে কোনো বাধা-বিপত্তি ছাড়াই সব রাজনৈতিক দল তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের কাজ আরো জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। </p> <p style="text-align:justify">এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের নেতা রেজাউল করিম বাবলু, প্রভাষক আব্দুল্লাহ মোস্তাফিজ নাসিম, আনিছুর রহমান, আব্দুল হক, ইফতেখার আলম প্রমুখ। </p> <p style="text-align:justify">পরে ২৫ জন উপজেলা মজলিশে শুরার সদস্য নির্বাচনসহ পৌরসভা ও দশটি ইউনিয়নে আমির এবং সংগঠিত বেশ কয়েকটি ওয়ার্ডে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচনের জন্য রুকন (সদস্যদের) প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।</p> <p style="text-align:justify"><br />  </p>