<p style="text-align:justify">এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু‌ বলেছেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র-জনতা যারা বিপ্লবে শামিল হয়েছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিহ্ন করে দিত।’</p> <p style="text-align:justify">শনিবার চট্টগ্রামে এবি পার্টির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত মুক্ত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলমের সভাপতিত্বে হাটহাজারী চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন এফএম কনভেনশন হলে সকাল ১১টায় এ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক সাংবাদিক জিয়া চৌধুরী এবং মোরশেদ চৌধুরী পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সম্মাননা স্মারক এবং অনুদান হস্তান্তর করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জমি নিয়ে বিরোধের জেরে সাবেক কৃষক লীগ নেতা খুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731763643-e5998de675ba15556f4de04fb9a75d54.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জমি নিয়ে বিরোধের জেরে সাবেক কৃষক লীগ নেতা খুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/16/1447318" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সভায় আহত ও নিহত পরিবারের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আপনাদের, এই ত্যাগ জাতি কখনো ভুলতে পারবে না। বাংলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।’</p> <p style="text-align:justify">সভায় চট্টগ্রাম-৫, অর্থাৎ বায়েজিদ একাংশ এবং হাটহাজারী আসনের জন্য এবি পার্টির পক্ষে লে. কর্নেল (অব.) দিদারুল আলমকে পরিচয় করিয়ে দেন। এ সময় লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, ‘এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই নতুন যাত্রায় আমরা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং সমতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ উপহার দিতে পারব।’</p>