<p style="text-align:justify">কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় এবার নেই বাংলাদেশের নাম। এমনটি গত ২৮ বছরে ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।</p> <p style="text-align:justify">শুক্রবার (১৫ নভেম্বর) বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন দেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী বাংলাদেশ।</p> <p style="text-align:justify">২০২৫ সালের ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই বইমেলার আসন্ন আসরের থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।</p> <p style="text-align:justify">জার্মানি ছাড়াও এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা ও কলম্বিয়া।</p> <p style="text-align:justify">অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, তারা এখনো বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।’</p> <p style="text-align:justify">১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।</p>