<p style="text-align:justify">গাজীপুরের কালিয়াকৈরে জামালপুর এলাকার গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর চৌরাস্তা গরুর হাটে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েল মিয়া (২৫) সজিব হোসেন (২৪) শান্ত আহমেদ (২০) ফারহান আহমেদ শান্তকে (২৩) চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।</p> <p style="text-align:justify">জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একটি পক্ষ জামালপুর চৌরাস্তার গরুর হাটটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে আসছে। এ নিয়ে গরুর হাট কমিটির আওয়ামী লীগ নেতাকর্মী ও বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় গত ৮ নভেম্বর হাট কমিটির সদস্য ইব্রাহিম দেওয়ান ও ইউনিয়ন বিএনপির সদস্য হাজী আব্দুর রহমানের নেতৃত্বে গরু হাট দখলের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।</p> <p style="text-align:justify">অপরদিকে, পরের দিন ৯ নভেম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে মাধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিনের নেতৃত্বে হাট কমিটির অন্তত ৮০-৯০ জন সদস্য আরেকটি সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেন। সেখানে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসরদের হাট দখল করে আয়ব্যয়ের হিসাব নয়ছয়ের অভিযোগ তুলেন। পরে সংবাদ সম্মেলনে যোগ দেওয়া লোকজন বাজারে গিয়ে গরুর হাটটি নিয়ন্ত্রণে নেন। এসময় আওয়ামী লীগ সমর্থিত লোকজন ভয়ে গরুর হাট ছেড়ে চলে যায়। </p> <p style="text-align:justify">এরপর শনিবার (১৬ নভেম্বর) গরুর হাটের দিন হাট নিয়ন্ত্রণে নেওয়া লোকজন ইজারা নেওয়ার জন্য ক্যাশে বসেন। এ খবর পেয়ে উপজেলা যুবলীগের সদস্য একরামুল কবীর রাসেলের নেতৃত্বে একদল যুবক গরুর হাট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিএনপির কর্মীরা রাসেলের লোকজনকে ধাওয়া দিয়ে এলোপাথাড়ি মারধর করে আহত করে। এসময় রাসেল গ্রুপের লোকজনও পাল্টা হামলার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।</p> <p style="text-align:justify">কালিয়াকৈর হাট কমিটির সদস্য একরামুল কবির রাছেল বলেন, সরকারিভাবে ইজারা নিয়ে গরুর হাটটি পরিচালনা করে আসছে হাট কমিটি। কিন্তু সরকার পতনের পর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিনের নেতৃত্বে বিএনপির লোকজন গরুর হাটটি দখলে নিয়ে হাসিল ঘরে বসে ক্যাশ সংগ্রহ করার চেষ্টা করে। এসময় রয়েল মিয়া নামের এক যুবক বাধা দিতে গেলে হামলা করে কয়েকজনকে আহত করে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে জানতে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।</p> <p style="text-align:justify">কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, গরুর হাট দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।</p>