<p>টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগণ।</p> <p>শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। আল আমিনের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।</p> <p>স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আল আমিন হত্যার মূল আসামি মুনছুর আলীকে দ্রুত গ্রেপ্তার ও হত্যাকারীদের বিচার দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িত সব সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী নেশাখোর আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। </p> <p>উল্লেখ্য, শনিবার উপজেলার বিরোধীয় জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আল আমিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।এ ঘটনায় আহত হয় ৬ জন।</p> <p>এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যা মামলায় ৬ জন আসামিকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা আব্যাহত আছে।</p>