<p>উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিঙ্গাইর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডকে পরাজিত করে ২-০ গোলে বিজয়ী হয় ৭নং ওয়ার্ড।</p> <p>স্থানীয় সমাজসেবক মো. আবুল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মো. আলাউদ্দিন।</p> <p>এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব দলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. রাহেজ উদ্দীন ও ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান প্রমুখ।</p> <p>খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাশার ও ধারাভাষ্যকার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট দ্বীন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল।</p> <p>খেলায় বিজয়ী দলের খেলোয়াড় শুভ ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ খেলোয়াড় পরাজিত দলের সোলাইমান ও সেরা গোলকিপার নির্বাচিত হন জিলক্বদ।</p> <p>এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে স্কুল ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন। </p> <p>খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।</p>