<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে বিষাক্ত ট্যানারি বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় আইয়ান ফ্রেশ ডেইরি কারখানায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে আব্দুর রহমান, বিল্লাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি আইয়ান ফ্রেশ ডেইরি কারখানার জমিতে রাতের আঁধারে বিষাক্ত ট্যানারি বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করে আসছিল। উচ্চ মাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে স্থানীয়রা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শনিবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ট্যানারি বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কয়েকটি মেশিন ভেঙে ফেলা হয় এবং পরিত্যক্ত ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে এস এম রাসেল ইসলাম নূর বলেন, এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>