<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারকচক্র মাঠে সক্রিয়। প্রতারকচক্র হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি এবং হজ গাইডদের ফোন করে তাঁদের ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টের তথ্য চেয়ে নিচ্ছে। এভাবে হাজিরা প্রতারণার শিকার হচ্ছেন বলে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শনিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারক হজের রিফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি এবং হজ গাইডদের ফোন করে তাঁদের ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টের তথ্য চাচ্ছে। এভাবে দু-একটা প্রতারণার ঘটনাও ঘটেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এ জন্য কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয় না। প্রতারকচক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এভাবে কোনো তথ্য চাইলে তা না দেওয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছাড়া এ ধরনের ফোন এলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।</span></span></span></span></span></p>