<p>গ্যারি কারস্টেন পাকিস্তানের সীমিত সংস্করণের দায়িত্ব ছাড়ার পর তা সামলাছেন জেসন গিলেস্পি। তবে টেস্টের বাইরে অন্য সংস্করণের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অপারগতা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। তাই সাদা বলের জন্য নতুন কোচ খুঁজতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।</p> <p>শোনা যাচ্ছে সেই দায়িত্ব নিতে যাচ্ছেন আকিব জাভেদ। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, শুধু সীমিত সংস্করণের জন্যই নয়, সব সংস্করণের কোচ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার। আগামীকাল সেই ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে ওয়েবসাইটি। আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। আর এই ম্যাচই পাকিস্তানের কোচ হিসেবে গিলেস্পির শেষ ম্যাচ হতে পারে।</p> <p>গিলেস্পির অপারগতার কারণ হিসেবে ওয়েবসাইটি লিখেছে, চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অস্ট্রেলিয়ান কোচকে দায়িত্ব সামলানোর জন্য বলে পিসিবি। কিন্তু বাড়তি দায়িত্বর জন্য কোনো রকমের অর্থ দিতে পারবে না তারা। তার চলমান চুক্তি অনুযায়ী। তাতে রাজি হননি গিলেস্পি। তাই পিসিবি সিদ্ধান্ত নিয়েছে তাকে সরিয়ে নতুন কাউকে সব সংস্করণের কোচ করতে। সে দিক থেকেই আকিবকে দায়িত্ব দিতে এক রকম সিদ্ধান্ত নাকি নিয়েই ফেলেছে পিসিবি।</p> <p>সম্প্রতি পাকিস্তানের নির্বাচক কমিটির আহ্বায়ক হন আকিব। গুঞ্জন সত্যি হলে এবার আরো বড় দায়িত্ব পালন করতে হবে ৫২ বছর বয়সী পেসারকে। দীর্ঘদিন ধরেই পিএসএলের দল লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বেও ছিলেন। এরও আগে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন আকিব। আগামী ২৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার মেয়াদ শুরু হতে পারে। তবে পূর্ণমেয়াদে নাকি অন্তর্বর্তীকালিন হিসেবে দায়িত্ব নিবে তা এখনো জানা যায়নি। সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান অবশ্য জানাচ্ছে, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তর্বর্তীকালিন কোচের ভূমিকায় থাকবেন আকিব।</p>