<p>আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সরকার পরিবর্তনের সঙ্গে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। সব জায়গায় শুধু চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় সারা বাংলাদেশের হাট-ঘাট মাঠ, বাসস্ট্যান্ড, ফেরিঘাট, হকার মার্কেট সব দখল হয়ে গেছে।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  </p> <p>তিনি বলেন, ‘আমরা দখলের রাজনীতি করি না। আমাদের রাজনীতিটা হচ্ছে কোনো ব্যবসায়ী হকার হইতে পারবে না। রাস্তায় ব্যবসা করতে পারবে না। এটা নাগরিকদের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর।’</p> <p>দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন জটিল বিষয় উল্লেখ করে এবি পার্টির এ নেতা বলেন, ‘স্বল্পশিক্ষিত ও কম বুঝওয়ালা মানুষের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন কঠিন হবে। তবে দেশের কিছু উন্নত কিংবা বেশি শিক্ষিত এলাকায় এ পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। আমরা নীতিগতভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তবে এ নির্বাচনের মডেল, ধারণা, সময় ও সাইজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো আলোচনা প্রয়োজন।’</p> <p>ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই বিপ্লবে আন্দোলন করা ৬ কোটি তরুণদের কেউ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন দাবি করেনি। তরুণরা সরকারের কাছে সংস্কার চেয়েছে। এর মানে এটি বলছি না অনির্দিষ্টকালের জন্য এ সরকার ক্ষমতায় থাকবে। এ সরকারকে তরুণ, যুবক, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর সরকারকে সংস্কার ও নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদাবাজির অভিযোগে বন প্রহরী বরখাস্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731756108-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদাবাজির অভিযোগে বন প্রহরী বরখাস্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/16/1447283" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ২০২৪ সালের মতো রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়েনি। দেশের কোনো প্রতিষ্ঠান কার্যকর নেই। প্রশাসন, প্রতিরক্ষা, স্থানীয় সরকার সবকিছু ভেঙ্গে পড়েছে। দেশে ন্যূনতম কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এমন বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে। বুঝতে হবে কী পরিমাণ ভাঙ্গা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে তারা। গত ১০০ দিনে সরকারের কার্যক্রম খুব খারাপ হয়নি।</p> <p>সীমান্ত হত্যা নিয়ে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে বলেনি সীমান্তে মানুষ মরল কেন। কিন্তু গত ৩ মাসে দেশে সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে। কারণ সরকার প্রতিবাদ করছে। সীমান্তে মানুষ হত্যা নিয়ে ভারতীয় হাই কমিশনারকে বর্তমান সরকার ডেকে বলেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদাবাজির অভিযোগে কারাগারে বিএনপি নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731672810-8db39b1632d0f66be48613a5a7604248.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদাবাজির অভিযোগে কারাগারে বিএনপি নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446966" target="_blank"> </a></div> </div> <p>মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হক, আনোয়ার সাদাত টুটুল, রংপুর জেলা শাখার সদস্যসচিব এনামুল হকসহ পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>