<p>পাবনার ভাঙ্গুড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির একাংশ। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ঝাড়ু নিয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির।</p> <p>জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনকে এবং সদস্যসচিব করা হয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোককে।</p> <p>কমিটি ঘোষণার পর ঐদিন রাতেই তাদের সমর্থকরা আনন্দ মিছিল করে এবং মিষ্টি বিতরণ করে। এ অবস্থায় ওই আহ্বায়ক কমিটির বিরোধিতা করে বিএনপির একাংশ। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে রাজিউল হাসান বাবুর সমর্থক নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাবনায় একই জায়গায় বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729510970-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাবনায় একই জায়গায় বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437576" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এটা আমরা মানি না। তাই সাবেক আহ্বায়ক ও বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রাজিউল হাসান বাবুর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে।’</p>