<p>কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের অপহরণচক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>রবিবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দিল্লি থেকে এসে দিল্লিতেই ফিরে গেছেন : মাসুদ সাঈদী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731852972-3a5cf59b20a0114bd2e0885f28f98026.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দিল্লি থেকে এসে দিল্লিতেই ফিরে গেছেন : মাসুদ সাঈদী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447713" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ সূত্রে জানা যায়, বদরুদ্দোজার কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শ্যুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রামদা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণচক্র পরিচালনা করে আসছিলেন। বদরুদ্দোজার বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।</p> <p>ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘অপরাধ দমনে পুলিশের এই তত্পরতা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’</p>