<p>হবিগঞ্জের চুনারুঘাটে বালু বোঝাই ট্রাকে অভিনব কায়দায় ভারতীয় চিনি পাচারকালে ৩১২ বস্তায় ১৫ হাজার ৭০০ কেজি চিনিসহ তিন কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। এসময় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে আটক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।</p> <p>এর আগে শনিবার দিবাগত রাত ২টায় চুনারুঘাট থানা পুলিশ উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করেন। </p> <p>আটকরা হলেন- রুপশংকর এলাকার সিরাজ মিয়ার ছেলে রহমত আলী, চারগাঁও এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী এবং কচুয়াদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া।</p> <p>বিষয়টি নিশ্চিত করে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারে শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় ৩১২ বস্তা ভারতীয় চিনিসহ ১টি ট্রাক আটক করা হয়। চিনির ওপরে বালু দিয়ে ঢাকা ছিল। পরে পুলিশ বালু সরিয়ে একে একে চিনির বস্তা বের করে। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪১ হাজার টাকা।</p> <p>ওসি আরো জানান, পাচারকালে একটি মাইক্রোবাস চিনি ভর্তি ট্রাককে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিও আটক করা হয়। এসময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। </p>