<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন নগরীর গাছা থানার শরীফপুর আশরাফ মার্কেট থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্তরা বিনা সুদে কিস্তিতে প্রধান উপদেষ্টার তহবিল থেকে তিন লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রতারণা করছিলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ তল্লাশি চালিয়ে টাকা গ্রহণের নামের তালিকা এবং কয়েকটি টিকিট বই জব্দসহ তাঁদের আটক করে রাত ১০টার দিকে হেফাজতে নেয়। অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ-এর চটকদার স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রতারকরা তিন থেকে চার শ টাকা নেয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের আলাল (৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালির গ্রামের মিজান (৪০) এবং গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকার মধু (৪০)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আলি মোহাম্মদ রাশেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>