<p>বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল হিসেবে স্বীকৃত ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ চট্টগ্রামে ১২ দিনব্যাপী চক্ষু প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। </p> <p>রবিবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। </p> <p>রবিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞ, নার্স ও টেকনিশিয়ানরা এতে প্রশিক্ষণ দেবেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ফ্লাইং আই হসপিটাল এবং অরবিসের অংশীদার চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ছানি, গ্লুকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টি ও কর্নিয়া রোগের চিকিৎসা। এ ছাড়া রয়েছে নিউরো অফথালমোলজি ওয়ার্কশপ, অপটোমেট্রি ওয়েবিনার, নার্সিং ও বায়োমেডিক্যাল সংক্রান্ত প্রশিক্ষণ।</p> <p>সংশ্লিষ্টরা জানান, অরবিসের ক্লিনিক্যাল স্টাফ ও স্বেচ্ছাসেবক বিশেষজ্ঞরা সারা দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞদের হাতে-কলমে সার্জারি ও সেবাসংক্রান্ত প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি সিমুলেশন প্রশিক্ষণ ও চক্ষু কর্মশালার আয়োজন করা হবে। স্থানীয় সেবাদাতাদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিই এই কার্যক্রমের উদ্দেশ্য। </p> <p>বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় অরবিস ফ্লাইং আই হসপিটাল বাংলাদেশে ১১তম এবং চট্টগ্রামে পঞ্চমবারের মতো চক্ষু প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে সহায়তা করেছে অ্যালকন কেয়ারস, অ্যালকন ফাউন্ডেশন, ফেডেক্স, অফথালমোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) এবং ন্যাশনাল আই কেয়ার। </p> <p>উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে ফ্লাইং আই হসপিটাল প্রজেক্ট আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মুনিরুজ্জামান ওসমানী। বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি। </p> <p>অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, অরবিস ফ্লাইং আই হসপিটালের ডিরেক্টর মরিস গ্যারি, সিইআইটিসির মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজিব হোসেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ড. রবিউল হোসেন।</p>