<p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারে নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে গত কয়েক দিনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা গেছে। সরকারের সমালোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এই দুই নেতার সরব উপস্থিতির কারণে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন উঁকি দিয়েছিল।</p> <p style="text-align:justify">এরইমধ্যে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর রেশ কাটতে না কাটতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাহিদের সামনেই নানা স্লোগান এবং অপমান জনক মন্তব্য করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ভাইরাল ফোনালাপগুলো কি আসল?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731477101-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ভাইরাল ফোনালাপগুলো কি আসল?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446111" target="_blank"> </a></div> </div> </div> </div> <p style="text-align:justify">এমন প্রেক্ষাপটে এ বিষয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। নিজের রিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল ৷ ডিজিএফআই, ডিবি'র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি ৷  হাসনাতরা আরো ৩ মাস আগেই বলেছিলো ‘উই আর ওপেন টু বি কিলড’। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই ৷ শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি ৷</p> <p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানের ইস্যুতে তিনি লিখেছেন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি ৷ সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই ৷ ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি ৷ যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে ৷</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731473574-026d7f73b983407e1c62990e731b305c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446093" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবেনা ৷ এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি ৷ হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে ৷ সাবধান!</p>