<p>কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নিহত শাহিন মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঝুমুরকে (৩০) আটক করেছে পুলিশ। </p> <p>নিহত শাহিন উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কটিয়াদী পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার সৌদিয়া ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। </p> <p>পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন তিন কন্যাসন্তানের জনক। একবছর পূর্বে কটিয়াদী পশ্চিমপাড়ার আবুল হোসেনের মেয়ে দুই সন্তানের জননী ঝর্ণা আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ওই মহল্লার একটি ভবনের পাঁচতলায় থাকতেন তারা। দুজনেই স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী সুলতানা রাজিয়ার সঙ্গে শাহিনের সম্পর্কের অবনতি ঘটে। প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে কামারকোণা এলাকায় আলাদা বাসায় থাকতেন। সন্তানদের দেখতে মাঝেমধ্যে এলাকার প্রথম স্ত্রীর বাসায় যেতেন শাহিন। বুধবার সন্ধ্যায় সন্তানদের দেখতে প্রথম স্ত্রীর বাসায় যান তিনি। পরে দ্বিতীয় স্ত্রীর বাসায় ফিরে গেলে তার সঙ্গে শাহিনের ঝগড়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730894554-9290ee17c48a1abb6debf93f5f0e529c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443489" target="_blank"> </a></div> </div> <p>পরিবারের অভিযোগ, এই ঝগড়া এবং নানা বিরোধের জের ধরে রাতে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে গভীর রাতে শাহিনকে হত্যা করে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা।</p> <p>বাড়ির মালিক শাহ আলম জানান, ভোরে শাহিনকে পাঁচতলার মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। পাশে তার স্ত্রীও বসে ছিল। পরে শাহিনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।<br />  <br /> দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার তার স্বামী আত্মহত্যা করেছে বলে দাবি করলেও প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া ও শাহিনের বাবা-মা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। </p> <p>শাহিনের বাবা মো. তৈয়ব উদ্দিন বলেন, ‘তিন সন্তান রেখে ছেলে আবার বিয়ে করায় আমাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে ছেলে প্রায়ই তার মার কাছে অভিযোগ করত, ঝর্ণা তার বন্ধুবান্ধব নিয়ে ছেলেকে নির্যাতন করতো। এ কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিদেশে যাওয়ার জন্য কিছুদিন আগে পাসপোর্টও করে শাহিন। কিন্তু ঝর্ণা বিষয়টি সহজভাবে নেয়নি। এ নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।’ </p> <p>কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে ওই ব্যক্তিতে হাসপাতালে নেওয়া হয়। তখন ইসিজি ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসে ছিলেন স্বামী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731510076-9414a8f5b810972c3c9a0e2860c07532.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসে ছিলেন স্বামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446275" target="_blank"> </a></div> </div> <p>কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন, শাহীনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় নিচে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী ঝর্ণা আক্তারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।</p>