<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১১৭ জন, খুলনায় ১২১ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২২ জন, বরিশালে ৮১ জন এবং সিলেট বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক দিনে যারা মারা গেছে, তাদের মধ্যে দুজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল।</span></span></span></span></p> <p> </p>