<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর নাম পরিবর্তন করা হয়েছে। তিন এলাকা নিয়ে গঠিত এই অঞ্চলের নতুন নামকরণ করা হয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এই জোনের মধ্যে শেখ হাসিনা সরণি ও শেখ হাসিনা সরোবরের নাম পরিবর্তন করে এনএসইজেড সরণি ও সরোবর নামে নতুন নাম দেওয়া হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ সরকারে থাকাকালীন যেসব প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ করেছে তার বেশির ভাগই পরিবর্তন করছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের ফ্ল্যাগশিপ এই শিল্পনগরটির নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় এই নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেজার অর্থনৈতিক অঞ্চলসহ সব ক্ষেত্রে ব্যক্তি নামের পরিবর্তন করে স্থানের নামে নতুন নামকরণ করা হয়েছে। মিরসরাইয়ে অবস্থিত হলেও আমাদের ফ্ল্যাগশিপ অর্থনৈতিক অঞ্চলটি তিনটি স্থান নিয়ে গড়ে উঠেছে। এ কারণে জাতীয়ভাবে সবচেয়ে গুরুত্ব্বপূর্ণ এই অঞ্চলের নতুন নাম দেওয়া হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। এই জোনের মধ্যে শেখ হাসিনাসহ যেসব ব্যক্তি নামের নামকরণ ছিল তা পরিবর্তন করে এনএসইজেড যুক্ত করা হয়েছে। অন্য অর্থনৈতিক অঞ্চলগুলো স্থানের নামে নামকরণ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এসংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। বেজাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তন করে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) বা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে নামকরণ এবং এর সব প্রকল্প, সরণি, সরোবর ইত্যাদি নতুন নামের ভিত্তিতে চিহ্নিত করার জন্য অনুরোধ করা হলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেজা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ড নিয়ে অবস্থিত দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এই শিল্পনগরী স্থাপনের কাজ চলমান। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বৃহৎ এই ইজেড হচ্ছে। বেজার মহাপরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্প-কারখানা হবে। বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দরসুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করা হবে।</span></span></span></span></p>