<p>দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেস ক্লাবের সদস্য মো. রোকনুজ্জামান টিপুকে বৃহস্পতিবার দুপুরে খাদ্য সরবরাহে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধান করতে গেলে খাদ্য সরবরাহকারী ঠিকাদার এবং অর্ধশতাধিক মামলার আসামি, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় কালের কণ্ঠ’র তালা উপজেলা প্রতিনিধি তালা থানায় ঠিকাদার নজরুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।</p> <p>দীর্ঘ ১০ বছর ধরে মামলা-জটিলতার কারণে টেন্ডার বন্ধ রেখে খাদ্য সরবরাহে নানা অনিয়মের অভিযোগ সংগ্রহকালে ঠিকাদার নজরুল এই হুমকি দেন।</p> <p>এই হুমকির প্রতিবাদে ১৪ নভেম্বর সন্ধ্যায় তালা প্রেস ক্লাবের হলরুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ হাকিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, সদস্যসচিব সেলিম হায়দার, শফিকুল ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, খলিলুর রহমান লিথু, মো. জাহাঙ্গীর হোসেন, জি এম খলিলুল রহমান, আসাদুজ্জামান রাজু, তাজমুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, এস এম নাহিদ হাসান, মোতাহিরুল হক শাহিন, মোস্তাফিজুর রহমান রেন্টু, কে এম শাহিনুর রহমান, সুমন রায় গণেশ, মীর ইমরান মাহমুদ, আজিজুল ইসলাম প্রমুখ।</p> <p>এ সময় হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তালা প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ হাকিম বলেন, ‘নজরুল যখন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তখন তিনি নারীদেরও প্রহার করেছেন। তিনি শান্ত তালা উপজেলা অশান্ত করার চেষ্টা করছেন। নজরুল একজন মামলাবাজ এবং অর্ধশত মামলার আসামি। আমাদের মতে, তার মানসিক চিকিৎসা প্রয়োজন।’ তিনি আরো বলেন, এরপর যদি প্রেস ক্লাবের কোনো সদস্যকে হুমকি দেওয়া হয়, তাহলে প্রেস ক্লাবের সব সাংবাদিক একত্র হয়ে তার যথোপযুক্ত জবাব দেবে।</p>