<p style="text-align:justify">বিজ্ঞপ্তি ছাড়া ‘নিয়মবহির্ভূতভাবে’ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।</p> <p style="text-align:justify">আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপাচার্যের পিএস হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। পরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কক্ষের সামনে বিক্ষোভ করেন তারা।</p> <p style="text-align:justify">মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, উপাচার্যের পিএস নিয়োগ নিয়মবহির্ভূতভাবে দেওয়া হয়েছে। রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলন করা হবে।</p> <p style="text-align:justify">গত বুধবার (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তোফায়েল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">যদিও এ বিতর্ক ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়, তোফায়েল জুলােই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।</p>