<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমার পর ওই দিন সকাল ৭টা থেকে ফেরি সার্ভিস চালু করা হয়। এর আগে শনিবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এক পর্যায়ে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ওই নৌ রুটে সব ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে অল্প কিছু গাড়ি ফেরি পারারের অপেক্ষায় আটকে ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মোট ১০টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।</span></span></span></span></span></p>