<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধ করার উদ্যোগ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং করা হবে। আর বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হলে পাটের কোনো সংকট হবে না। সে ক্ষেত্রে যদি পাট না পাওয়া যায়, প্রয়োজনে রপ্তানি বন্ধ করা হবে। গতকাল রবিবার পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আয়োজিত সংবাদ সম্মেলন তাঁরা এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিথিন বন্ধ ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এর আগে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করেন দুই উপদেষ্টা। সভায় নভেম্বরের পর থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি খাতের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাটের ব্যাগ নিশ্চিত করতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>