<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেন। জবাবদিহিমূলক সরকার ফিরিয়ে আনুন। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সুস্পষ্ট রোড ম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময়ক্ষেপণ করা ঠিক হবে না। টেকসই সংস্কার প্রয়োজন। টেকসই না হলে সংস্কার মূল্যহীন হয়ে পড়বে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ফেনীতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আউয়াল মিন্টু এসব কথা বলেন। তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন করতে গেলে ৬২ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ ৫২ হাজার মামলা দায়ের হয়েছে। জুলাই-আগস্টে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, আমরা তাদের স্মরণ করতে চাই। যাঁরা ১৬ বছর ধরে মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করে গেছেন, তাঁদের ভুলে গেলে চলবে না। এই সময়ের মধ্যে আন্দোলন করতে গিয়ে যাঁরা হতাহত হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাঁদের সব সময় স্মরণ করতে হবে। তাঁদের অবদানকেও স্মরণ করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আউয়াল বলেন, বিভক্তির মাধ্যমে সমাধান হবে না। যারা অন্যায় করেছে, অবশ্যই তাদের বিচার হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তবে আইনকে নিজের হাতে তোলা যাবে না।</span></span></span></span></span></p>