<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাহাত্তরের সংবিধানে জন-আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতাকাঠামো পাকাপোক্ত করতেই ওই সংবিধান তৈরি করা হয়েছিল। বাহাত্তরের সংবিধানই বাকশাল তৈরি করেছিল। এই সংবিধান বদলাতে হবে। শেখ হাসিনা গণতন্ত্রের মোড়কে নব্য বাকশাল কায়েম করতে চেয়েছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার গণসংহতি আন্দোলন রাজশাহী শাখা আয়োজিত রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টের গণসংলাপে সাকি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাজার হাজার লাশের বিনিময়ে, রক্তের বিনিময়ে, পঙ্গু আর অন্ধত্ববরণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সে দেশে কোনো পা-চাটাদের জায়গা হবে না।</span></span></span></span></p>