<p>অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন দারুণভাবে শুরু করে বাংলাদেশ। প্রথম ৩ ওভারের মধ্যে জসুয়া দা সিলভা (১৬) ও আলজারি জোসেফকে (৪) আউট করেন হাসান মাহমুদ।</p> <p>৫ উইকেটে ২৫০ রানে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ যখন মনে হচ্ছিল তিন শ রানের মধ্যে গুটিয়ে যাবে, তখন প্রতিরোধের দেওয়াল তোলেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। দুজনই ক্যারিয়ারসেরা ইনিংসের সঙ্গে গড়েন রেকর্ড জুটি। এই জুটি আগেই থামাতে পারত সফরকারীরা। তবে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ দল।</p> <p>তাসকিন আহমেদের বলে ব্যক্তিগত ৭৭ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন গ্রিভস। কিন্তু আউটের জন্য আবেদনই করেননি বাংলাদেশের ফিল্ডাররা।</p> <p>সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি। তার সঙ্গে ১৪০ রানের জুটিতে ৪৮ রানের ইনিংস খেলেন রোচ। দুজনের এই জুটি বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে সর্বোচ্চ।</p> <p>চা বিরতি পর্যন্ত ৮ উইকেট হারানো ক্যারিবীয়দের সংগ্রহ ৪১৫ রান। গ্রিভস ১০৯ রানে ব্যাট করছেন।</p>