<p>ঝিনাইদহের মহেশপুর থেকে ১৭৬ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কানাইডাঙ্গা এলাকার একটি পেট্রল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।</p> <p>আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আমির বিশ্বাসের ছেলে মো. সালাম, একই গ্রামের আব্দুল মাবুদের ছেলে রফিকুল ইসলাম, ইসহাক বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস ও দৌলতগঞ্জ গ্রামের রুহুল আমিন শেখের শামীম শেখ।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঝিনাইদহে প্রবেশ করছে। তখন সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা কানাইডঙ্গা পেট্রল পাম্প এলাকায় অভিযান চালিয়ে ১৭৬ বোতল ফেনসিডিলসহ চার কারবারি আটক করে।</p> <p>তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।</p>