<p>চট্টগ্রাম সীতাকুণ্ডে বাসের চাকায় পা পিষ্ট হয়ে মো. ফটিক (৫০) নামক এক হোটেলকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত ফটিক উপজেলার বাড়বকুণ্ড অনন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোটেলের কারিগর ছিলেন। বারআউলিয়া হাইওয়ে থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় ফটিক হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়ালে ঢাকামুখী দ্রুতগামী একটি এসি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ফটিকের একটি পা থেতলে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। ঘটনার পর বেশ কিছুক্ষণ ফটিক রাস্তায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান।</p> <p>ফটিকের এলাকার বাসিন্দা বাড়বকুণ্ড বাজারের ব্যবসায়ী নিরব মিয়া জানান, ফটিক রাস্তার পাশে দাঁড়িয়েছিল, একটি দ্রুতগামী এসি বাস ফটিককে চাপা দেয়। এতে তার বাম পা পিষে যায়। রাস্তায় অনেকক্ষণ পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাকে চমেক নেওয়ার পর রাত ১২টায় তিনি মারা যান। </p> <p>এদিকে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, তারা কিছুক্ষণ আগে দুর্ঘটনায় একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছেন। গাড়ি আটক করা যায়নি।</p>