<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে দশম দফায় আরো ৫৭ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে প্রবাসী বাংলাদেশিরা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এমিরেটসের একটি ফ্লাইটে করে তারা দেশে ফিরেছেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ১২ দফায় ৭৫৪ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ৫৭ বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।</span></span></span></span></p> <p> </p>