<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহাদাত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হোসেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেলিমকে চেয়ারম্যান এবং তমিজ উদ্দিন টিটুকে মহাসচিব করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ এলডিপি)। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলটির প্রতিনিধি সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর অনুমতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি দলের প্রধান উপদেষ্টা আব্দুল করিম আব্বাসী, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদের নাম ঘোষণা করেন। সভায় ১২ দলীয় জোট এবং বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ১২ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম প্রমুখ।</span></span></span></span></span></p>