<p>বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা দেখা যায়নি তাই আগামীকাল ঘটতে যাচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এক ম্যাচের এক টুর্নামেন্ট দেখতে যাচ্ছে বাংলাদেশ। নতুন ঘরানার এই টুর্নামেন্টের নাম ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’।</p> <p>এই টুর্নামেন্ট দিয়েই নতুন মৌসুমের শুরু হবে। ম্যাচটিতে মোহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। যে দলেই জিতবে তারা মৌসুমের প্রথম শিরোপা জিতবে। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা থাকলেও দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা। তাই ফেডারেশন কাপের রানার্সআপ মোহামেডান ম্যাচটি খেলার সুযোগ পায়। ম্যাচটি বিকেল ৫ টায় শুরু হবে।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="66" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/মীর.jpg" width="1000" /> <figcaption>স্টেডিয়ামের গ্যালারিতে এভাবেই মুগ্ধদের গ্রাফিতি আঁকা হয়েছে। ছবি : কালের কণ্ঠ </figcaption> </figure> </div> <p>টুর্নামেন্টের এমন নাম হওয়ার পেছনে গল্প রয়েছে। আর তা হচ্ছে শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। গত জুলাই-আগস্টের শহীদের স্মরণে ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ নামটা করা হয়েছে। স্টেডিয়ামের ওপরের গ্যালারিও সাজানো হয়েছে গ্রাফিতি দিয়ে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্লোগানসহ গ্রাফিতিতে আছেন শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধরা।</p>