<p>জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় জারা আক্তার (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সাতপোয়া জামতলা সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জারা আক্তার পৌরসভার সাতপোয়া গ্রামের ইউনুস আলী (বিএসসি) মেয়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব ভুয়াপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগির সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় জারা আক্তার গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ নেওয়ার পথে শিশুটি মারা যায়।</p> <p>এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। </p>