<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠনকে নিয়ে দেওয়া স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে চট্টগ্রামে যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে যৌথ বাহিনীর ১৪ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে এসিড মারা হয়েছে পুলিশের এক সদস্যকে। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাদী হয়ে ৫৮২ জনের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে যৌথ বাহিনী ও পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে নগরীর হাজারীগলিতে এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যৌথ বাহিনীর সংবাদ সম্মেলন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নগরের দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ক্যাম্পে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর পক্ষে টাস্কফোর্স-৪-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত  মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাজারীগলির দোকানদার ওসমান আলীর ইসকনবিরোধী একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। আনুমানিক ৫০০-৬০০ জন দুষ্কৃতকারী হাজারী লেনে ওসমান আলী ও তাঁর ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়। স্থানীয় কন্ট্রোল রুম থেকে তথ্য পেয়ে দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যদের ছয়টি টহল দল হাজারীগলি এলাকায় পৌঁছায়। বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক অনেক হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথ বাহিনী ওসমান আলী ও তাঁর ভাইকে উদ্ধার করে। উত্তেজিত জনতাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের বিষয়টি আশ্বস্ত  করা সত্ত্বেও এক পর্যায়ে উগ্র বিশৃঙ্খলাকারীরা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ কর্মকর্তা আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্বৃত্তরা এ সময় যৌথ বাহিনীর ওপর অতর্কিতভাবে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড হামলা চালায় এবং ইট-পাটকেলসহ ভাঙা কাচের বোতল ছুড়তে শুরু করে। এতে সেনাবাহিনীর পাঁচ এবং পুলিশের ৯ সদস্য আহত হন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্বৃত্ত শনাক্তকরণে যৌথবাহিনীর ১০টি টহলদল রাতে সাড়ে ৯টার দিকে হাজারী লেন এলাকায় গেলে দুষ্কৃতকারীরা আবার এসিড সদৃশ বস্তু ছুড়তে শুরু করে। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাজারীগলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ কর্মকর্তা  বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা নজর রাখছি। হাজারী লেনসহ শহরের অন্যান্য জায়গাও আমাদের নজরদারিতে আছে। হাজারী লেনের ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ যা বলছে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে করে হাজারীগলির ঘটনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সংবাদ সম্মেলনে সিএমপির মুখপাত্র উপকমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি ধর্মীয় সংগঠন নিয়ে পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র করে হাজারীগলির মিয়া শপিং কমপ্লেক্সের মোল্লা স্টোরের মালিক মো. ওসমানকে অবরুদ্ধ করে কিছু মানুষ। ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতির অবনতি হলে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় উচ্ছৃঙ্খল জনতা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুর্বৃত্তরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি ইটপাটকেল নিক্ষেপ করলে ৯ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজনকে এসিড মারা হয়েছে। সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের এই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসমান আলী পুলিশ হেফাজতে রয়েছেন। কেউ সংক্ষুব্ধ হয়ে মামলা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫৮২ জনের বিরুদ্ধে মামলা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।</span></span></span></span></span></p>