<p>যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট শিবির থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। তাঁরা হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাশিদা তালিব এবং সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর। কংগ্রেসের প্রথম মুসলিম নারী হিসেবে তাঁরা দায়িত্ব পালন করে আসছিলেন। মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের আরব-আমেরিকান কমিউনিটির সমর্থন নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন রাশিদা। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো মিনেসোটার পঞ্চম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ইলহান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কঠোর সমালোচক রাশিদা। ইলহানও গাজায় ইসরায়েলি যুদ্ধের সমালোচক। সূত্র : আলজাজিরা</p> <p> </p>