<p>ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজন মারা গেছে। এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৯ জন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এই রোগীদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ২৪৭ জন। ভর্তি রোগীদের ৩৯ হাজার ৯৮৮ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ২৫৯ জন। ডেঙ্গুতে আক্রান্তের এই সংখ্যা দেশে তৃতীয় সর্বোচ্চ। গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮৭ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬, খুলনা বিভাগে ১৩৯, বরিশাল বিভাগে ১০৭, রাজশাহী বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২০ এবং সিলেট বিভাগে পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুজন। এ ছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছে ৩৩০ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ১৪১ জন, যা মোট আক্রান্তের ৪৩ শতাংশ। এই বয়সীদের মধ্যে মারা গেছে ৭৮ জন, যা মোট মৃত্যুর ২৪ শতাংশ।  এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৩ হাজার ৬৮৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ২৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ২৯৮ জন ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯৩৪ জন।</p>