<p>‘স্বতন্ত্র পরিচয়ে’র আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে কার্যকর কোনো সমাধান না পেলে আবারও রাজপথে নামা হবে বলে জানিয়েছেন সাত কলেজ আন্দোলনের মুখপাত্ররা। গতকাল বুধবার ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর মুখপাত্র মো. নাঈম হাওলাদার।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের আমন্ত্রণে আমরা সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে সাত কলেজ শিক্ষার্থীদের জন্য একটি ‘স্বতন্ত্র পরিচয়’ নিশ্চিতের উপযুক্ত আশ্বাস দিয়েছেন।’</p> <p>লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল করবেন। তবে অধিভুক্তি বাতিল হলেও সাত কলেজকে ফের পেছনে ফেরানো হবে না। বরং সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা হবে। তবে কোন প্রক্রিয়ায় এ পরিচয় তৈরি করা সম্ভব, সেটা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ও একটি বিশেষজ্ঞ টিম নির্ধারণ করবে। এ জন্য তিনি আমাদের কাছে সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে তিনি সাত কলেজের সব ক্যাম্পাস পরিদর্শন করবেন। মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়েও তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’</p> <p>শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্ট। তাই আমরা আমাদের চলমান আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন থেকে সাত কলেজের দাবি নিয়ে আমাদের মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি নেই। এখন থেকে সাত কলেজের স্বাভাবিক ক্লাস পরীক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।’</p> <p> </p>