<p>বিচারিক আদালতের রায়ের ১০ বছর পর শুরু হলো বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আপিল শুনানি।</p> <p>গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান, মো. হুমায়ুন করিম সিদ্দিক ও মাহফুজা আক্তার। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। </p> <p>ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী কালের কণ্ঠকে বলেন, তিনটি ভলিউমে মামলার পেপারবুক। প্রথম ভলিউম থেকে বিচারিক আদালতের সব আদেশ, মামলার এফআইআর, এজাহার তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার আবার শুনানি হবে।</p> <p> </p> <p> </p>