<p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যোটিক প্রার্থী কমলা হ্যারিস।</p> <p>ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) বিকেলে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কমলা হ্যারিস।</p> <p>তিনি বলেন, ‘আজ আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।’<br />  <br /> কমলা বলেন, তারা কখনো হাল ছেড়ে দেবেন না। লড়াই চালিয়ে যাবেন। এর মধ্য দিয়ে আমেরিকা সব সময় উজ্জ্বল থাকবে।<br />  <br /> বক্তব্যে কমলা হ্যারিস তার পরিবারের সদস্য, বিশেষ করে স্বামী ডগলাস এমহফ, প্রেসিডেন্ট জো বাইডেন, ফাস্ট লেডি জিল বাইডেন, রানিং মেট টিম ওয়ালজ ও তাদের পরিবারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দলের স্বেচ্ছাসেবক, ভোটার ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।</p> <p>তিনি বলেন, ‘আমরা যে লড়াই করেছি এবং যেভাবে লড়েছি তাতে আমি গর্বিত।’ সমর্থকদের ভোটের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন, আমি জানি এই মুহূর্তে আপনাদের বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি কাজ করছে। আমি তা বুঝতে পারছি। তবে আমাদের অবশ্যই এই নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে।<br />  <br /> ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলেও নিশ্চিত করেন কমলা হ্যারিস। তিনি বলেন, তাকে (ট্রাম্পকে) একটি ‘শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর’ এবং সেই প্রক্রিয়ায় সবধরনের সহায়তার দেওয়া হবে।<br />  <br /> তিনি বলেন, ‘গণতন্ত্রের একটি মৌলিক নীতি’ হলো ফলাফল গ্রহণ করা। এটি গণতন্ত্রকে স্বৈরাচার থেকে আলাদা করে।</p>