<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বুকে ব্যথার কারণে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে পরীক্ষার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তৌকির আহামেদ বলেন, শাজাহান খান অসুস্থ। তাঁর ইসিজি করা হয়েছে। তাঁর রক্তচাপ (ব্লাড প্রেসার) বেশি (১৮৭/১১২) পাওয়া গেছে। তাঁর ডায়াবেটিস ও হৃদরোগ রয়েছে। আরো কিছু পরীক্ষা করাতে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ডিবি সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ডিবি কার্যালয়ে রিমান্ডে নিয়ে শাজাহান খানের জিজ্ঞাসাবাদ চলছিল। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পাঠানো হয় সিসিইউতে। এ সময় কয়েকজন ডিবি সদস্য তাঁর সঙ্গে ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিবি সূত্র জানায়, এর আগে গত শনিবার রাতেও অসুস্থ বোধ করায় শাজাহান খানকে হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তাঁকে ডিবিতে নিয়ে যাওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিবি জানায়, গত ৫ সেপ্টেম্বর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয় শাহাজান খানকে। এরপর একাধিক মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। সবশেষ ৩০ অক্টোবর তাঁকে বিভিন্ন মামলায় ৪১ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়েছেন আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢামেক হাসপাতালের পরিদর্শক (পুলিশ ক্যাম্প ইনচার্জ) মো. ফারুক  বলেন, ডিবি ও যাত্রাবাড়ী থানার সদস্যরা শাজাহান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>