<p>স্মার্টগ্লাসের বাজারে প্রবেশের সম্ভাবনা যাচাই করে দেখছে অ্যাপল। প্রোজেক্ট 'অ্যাটলাস' এর আওতায় অ্যাপল কর্মীদের কাছ থেকে স্মার্টগ্লাস বিষয়ে প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্লুমবার্গের সংবাদাতা মার্ক গার্ম্যান। নিজস্ব স্মার্টগ্লাস তৈরিতে মেটা ও স্ন্যাপের তৈরি স্মার্টগ্লাসের বিভিন্ন ফিচার যাচাই করে দেখছে অ্যাপল।</p> <p>সম্প্রতি অ্যাপলের প্রোডাক্ট সিস্টেমস কোয়ালিটি টিম নির্দিষ্ট কিছু কর্মীকে মেইল পাঠায়। সেখানে স্মার্টগ্লাস নিয়ে চলমান অভ্যন্তরীণ গবেষণায় অংশ নিতে আহবান জানানো হয়। বাজারে থাকা পণ্য যাচাই করে নিজস্ব সংস্করণের পণ্য নিয়ে আসা অ্যাপলের অনেক পুরোনো অভ্যাস। </p> <p>স্মাটগ্লাসটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এয়ারপডের সঙ্গে এর সংযোগ থাকবে। ফলে স্মার্টগ্লাসেই ভেসে উঠবে এয়ারপডের নানা ফিচার। অর্থাত্ স্মার্টগ্লাসটিতে অডিও ওয়্যারেবলেরও নানা ফিচার মিলবে। স্মার্টগ্লাসটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, ক্যামেরা ও স্পিকারও থাকবে। </p> <p>ফলে অন্যান্য কম্পানির তৈরি স্মার্টগ্লাসের তুলনায় এর অ্যাপলের স্মার্টগ্লাসটি ভিন্ন হবে। তবে এটি বাজারে আসতে অন্তত এক বছর সময় লাগবে। দূর ভবিষ্যতে এই গ্লাস আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে।</p> <p>এর আগে গত ফেব্রুয়ারিতে হাই এন্ড ওয়্যারেবল পণ্য 'ভিশন প্রো' বাজারে আনে অ্যাপল। সাড়ে তিন হাজার ডলারের ওয়্যারেবলটি সাধারণ ক্রেতাদের কাছে বিলাসী পণ্য হিসেবেই পরিচিতি পেয়েছে। ফলে বাজারে খুব বেশি আলোড়ন তুলতে পারেনি ভিশন প্রো। ওজনে ভারি 'ভিশন প্রো' সর্বত্র ব্যবহারের উপযোগী নয়। এই শূন্যস্থান পূরণেই স্মার্টগ্লাস আনতে যাচ্ছে অ্যাপল।</p> <p>সূত্র : ব্লুমবার্গ</p>