<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দোকান থেকে আইফোন ও স্বর্ণ চুরির ঘটনার প্রতিবাদে রাজধানীর মেগা শপিং মল যমুনা ফিউচার পার্কের দোকান মালিক ও ব্যবসায়ীরা দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও চুরি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে গতকাল শপিং মল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েও যোগাযোগ না করায় ফের তারা বিক্ষোভ করেন। এতে মার্কেটটিতে আসা ক্রেতাসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতারা বলছেন, যে মার্কেটে ব্যবসায়ীদের নিরাপত্তাব্যবস্থাই দুর্বল, সেখানে ক্রেতারাও নিরাপদ নন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। মার্কেটের দোকান থেকে কোটি কোটি টাকার আইফোন এবং স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মার্কেট বন্ধ ঘোষণা করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের অবহেলায় তিনটি মোবাইল এবং একটি স্বর্ণের দোকান থেকে কোটি কোটি টাকার মালপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যমুনা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আগের দিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা না পেয়ে গতকাল দুপুর ১২টা থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার পর ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শপিং মলটির ব্যবসায়ী সমিতি মলটি বন্ধের ঘোষণা দেয়। পরে ব্যবসায়ীরা শপিং মলের সামনে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভে অংশ নেওয়া একজন ব্যবসায়ী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি মোবাইলের শোরুমে চুরির ঘটনা ঘটেছে। এতে আমার কোটি টাকা লোকসান হয়েছে। এমন চুরির ঘটনা এখানে প্রায়ই ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শপিং মল কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সমিতির কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করাসহ চুরি রোধে কয়েকটি দাবি জানিয়েছিলাম। ব্যবসায়ী সমিতি কিছু দাবি মানার আশ্বাস দিয়েছে। আজ (গতকাল) শপিং মল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসে বাকি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু তাদের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ নিয়ে আমরা বিক্ষোভ করলে ব্যবসায়ী সমিতির নেতারা সমস্যা সমাধানের আশ্বাসের পরিবর্তে মার্কেট বন্ধের ঘোষণা দেন। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দাবি আদায়ে আমরা আবারও সড়কে নেমে এসেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে শপিং মল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি ব্যবসায়ীদের জানিয়েছি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধু শপিং মলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। পরে তারা সড়ক থেকে সরে যান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে অন্য একজন ব্যবসায়ী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফাহিম ভাইয়ের মোবাইল ক্লাব নামের শোরুম থেকে প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। শপিং মলটির চতুর্থ তলার অন্তত আরো দুটি মোবাইলের শোরুমে সেদিন চুরি হয়। এ ছাড়া অন্য একটি ফ্লোরে স্বর্ণের শোরুম থেকে আড়াই কোটি টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন হেলমেট পরা লোক এই চুরির সঙ্গে জড়িত। চুরি শেষে শোরুমগুলোতে নতুন তালা লাগিয়ে দিতেও দেখা গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, এর আগেও এই মার্কেটে এমন চুরির ঘটনা ঘটেছে। সে সময় যমুনা গ্রুপের একজন ম্যানেজার এসেছিলেন। তবে কোনো সমাধান দিতে না পারায় ব্যবসায়ীদের তোপের মুখে তিনি ফিরে যান। বারবার এমন চুরির ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছেন। কর্তৃপক্ষের কাছে নিরাপত্তাসহ একাধিক দাবিতে বিক্ষোভ করেন তারা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ জানায়, জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মল। ব্যাবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।</span></span></span></span></p>