১৯ নভেম্বর ছিল বিশ্ব পুরুষ দিবস। গণমাধ্যমে বরাবরই অনালোচিত থাকে দিবসটি। কেন থাকে জানি না। তবে এটা জানি, হয়তো পুরুষের চরিত্রের সবচেয়ে বৈপরীত্য হলো সে বন্ধুমহলে ‘টাইগার’ আর স্ত্রী অথবা গার্লফ্রেন্ড মহলে রীতিমতো ‘পুসিক্যাট’। তাই ষাটের দশক থেকে পুরুষ দিবস বরাদ্দের দাবিটি মাত্র ১৯৯৪ সালে জাতিসংঘ আমলে নেয়। তা-ও পালিত হয় অনাড়ম্বরে, চোখ টাটানো অবিরাম অবহেলায়