<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রামের আঞ্চলিক সড়কগুলো সাধারণত সরু হয়। সড়কের পাশে থাকে বিদ্যুতের লাইন। আঞ্চলিক এসব সড়কে একটি গাড়ি অন্যদিক থেকে আসা অপর গাড়িকে সাইড দিতে গেলে মূল সড়ক থেকে পাশে কিছুটা নেমে যেতে হয়। সেটি করতে গিয়েই বিআরটিসির একটি দ্বিতল বাস ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের স্পর্শে চলে গেলে বিদ্যুতায়িত হয়। বাসটি ভর্তি ছিল শিক্ষার্থী। এতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হন আরো ছয় শিক্ষার্থী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের উদয়খালী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী বার্ষিক বনভোজনে দোতলা ছয়টি বাস ও তিনটি মাইক্রোবাসে করে শ্রীপুরের উত্তর পেলাইদ এলাকায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাটির মায়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইকো রিসোর্টে যাচ্ছিলেন। সবার মধ্যে ছিল বনভোজনের আনন্দ। মুহূর্তেই সে আনন্দ গভীর বিষাদে রূপ নেয়। নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। এর মধ্যে নাঈমের বাড়ি ফেনী সদরের মাস্টারপাড়ায়, মাহিনের বাড়ি রংপুর শহরের জুম্মাপাড়া এবং সাকিবের বাড়ি রাজশাহী শহরের রাজপাড়ায়। তারা বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহতদের মধ্যে কাবিদুল ইসলাম আলিফ (২২) ও নাফিজ আলম খানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকি চারজনকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে এ ঘটনায় আইইউটি কর্তৃপক্ষ পাঁচ সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চার কর্মকর্তা ও তিন লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গতকাল সকালে গাজীপুরের বোর্ডবাজার থেকে আইইউটির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে শ্রীপুরের উত্তর পেলাইদ এলাকায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাটির মায়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইকো রিসোর্টে যাচ্ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের বহন করছিল বিআরটিসির দোতলা ছয়টি বাস ও তিনটি মাইক্রোবাস। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, পাঁচটি বাস রিসোর্টে পৌঁছে গেলেও পেছনে থাকা বাসটি বিদ্যুতের তারের স্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হলে বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করছিলেন। কেউ কেউ বাস থেকে বের হওয়ারও চেষ্টা করছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাসটিতে থাকা শিক্ষার্থী শিশির আহমেদ জানান, বিদ্যুতের তারের স্পর্শে বাসটি বিদ্যুতায়িত হয়েছে প্রথমে তারা এটি বুঝতে পারেননি। বাসের ভেতরে হঠাৎ আগুন দেখে তারা চিৎকার শুরু করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেকজন প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম জানান, বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে জানান। এতে দ্রুত ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তারা বাসের ভেতরে থাকা শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, গুরুতর অবস্থায় ৯ জন শিক্ষার্থীকে তারা বাসের ভেতর থেকে উদ্ধার করেছেন। উদ্ধার করা শিক্ষার্থীদেরে কারো হাত, কারো পা, কারো বা মুখ ঝলসে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর আলিফ ও কাবিদুল ইসলাম নামের দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনা হয়। তাদের চিকিৎসা চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুতের যে লাইনের তারের স্পর্শে শিক্ষার্থীদের বহন করা বাসটি বিদ্যুতায়িত হয়েছে, সেটি ১১ হাজার ভোল্টের। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন গেছে। প্রাথমিকভাবে জেনেছি, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে হেলে পড়ায় ওই লাইনের তারের স্পর্শে বাসটি বিদ্যুতায়িত হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাটি জেনে তাৎক্ষণিক আমরা সেখানে গিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের ক্ষোভ : বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল ও আইটি বিভাগের শিক্ষার্থীরা বনভোজনের আয়োজন করেছিলেন। শিক্ষার্থীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রিসোর্টে পৌঁছার সড়কটি খুবই সরু। গ্রামের ভেতর ওই সড়ক দিয়ে মিনিবাস চলাই কঠিন। সেখানে বিআরটিসির দোতলা বাসযোগে যাচ্ছিলেন তাঁরা। সরু সড়কের কথা রিসোর্ট কর্তৃপক্ষ তাদের জানায়নি।</span></span></span></span></p>