<p>টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেছেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করা হবে।’</p> <p>বুধবার দুপুরে মির্জাপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এ সময় গণমাধ্যমকর্মীরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলার সার্বিক বিষয়াদি তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম একটি সুন্দর মির্জাপুর উপজেলা গঠনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।</p> <p>এর আগে মির্জাপুর প্রেস ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।</p> <p>মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শামছুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন আহমেদ এবং সদস্য শিলা আক্তারসহ অনেকে।</p> <p>এ বি এম আরিফুল ইসলাম বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক। গত ৫ অক্টোবর তিনি মির্জাপুরে যোগদান করেন।</p>