<p style="text-align:justify">জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) বিকেলে শহরের মুজিব সড়কস্থ জেলা আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ সরকারের সময়ে এই শহর সন্ত্রাসীর জনপদ ছিল। ছাত্র-জনতা ফ্যাসিবাদী সরকার উৎখাত করলেও এখনো তার দোসররা রয়েছে। সেই সন্ত্রাসী দোসরদের কাছে পরিকল্পিতভাবে আমাদের এক কর্মী হত্যার শিকার হয়েছে। প্রশাসন এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।</p> <p style="text-align:justify">তারা বলেন, আমরা হানাহানির যশোর দেখতে চাই না। শান্তিপ্রিয় শহর দেখতে চাই। এই হত্যার সঙ্গে জড়িত চাঁদাবাজ-সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন বক্তারা। </p> <p style="text-align:justify">সমাবেশে বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম কুদ্দুস, সরকারি সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক প্রমুখ।<br />  </p>