<p>ওয়ানডেতে নিজের সর্বশেষ ম্যাচে ফিফটি করেছিলেন কুশল পেরেরা। তবু শ্রীলঙ্কা দলে জায়গা পাচ্ছিলেন না তিনি। অবশেষ প্রায় দীর্ঘ এক বছর পর ফের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার।</p> <p>যাদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিরেছেন পেরেরা। কিউইদের বিপক্ষেই ওয়ানডে বিশ্বকাপে ৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২৮ বলের দুর্দান্ত ইনিংসটির পরও পরে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার আরেকটি ফিফটি হাঁকিয়ে দলে জায়গা করে নিয়েছেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোস্তাফিজে কাঁপছে আফগানরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730892929-e6f68710643ae36496c7aed2b8c9b732.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোস্তাফিজে কাঁপছে আফগানরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443479" target="_blank"> </a></div> </div> <p>এবারের ফিফটি অবশ্য টি-টোয়েন্টিতে এসেছে পেরেরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়ানডেতে জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে দলে ফিরেছেন পেসার মোহাম্মেদ শিরাজ। একমাত্র ওয়ানডেটি খেলেছেন গত আগস্টে ভারতের বিপক্ষে কলম্বোয়। ২৯ বছর বয়সী পেসারের দলে ফেরার পেছনে ভূমিকা রেখেছে ঘরোয়া পারফরম্যান্স। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। দুজনের ফেরার সিরিজে শ্রীলঙ্কার নিয়মিত তারকারাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছে।</p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া স্কোয়াড অপরিবর্তিত রেখেছে তারা। ঘরের মাঠে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীরঙ্কা। আগামী ৯ নভেম্বর দুই দল মুখোমুখি হবে সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। </p> <p><br /> <strong>শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: </strong></p> <p>চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রামাসিংহে, নুয়ান তুশারা, মাতিশা পাতিরানা, বিনুরা ফার্নান্দো, আসিতা ফার্নান্দো।</p> <p><strong>শ্রীলঙ্কার ওয়ানডে দল: </strong></p> <p>চরিত আসালাঙ্কা (অধিনায়ক), আভিস্কা, ফার্নান্দো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, জনিত লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিতা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, মোহাম্মেদ শিরাজ।</p>